যারা লিখতে চান:
আপনমুখিতার কষাঘাতে মানুষের অনুভূতিগুলো দিন দিন উবে যাচ্ছে। বড় কিংবা মহৎ স্বপ্ন দেখার সাহস বুঝি কারো নেই। ‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ মন্ত্র নিয়ে পথ হাঁটছে তারুণ্য। কলেজগুলোকে কেন্দ্র করে গড়ে উঠা প্রথম সাহিত্য ম্যাগাজিন এটি। লেখালেখিতে আগ্রহীদের জন্য উন্মুক্ত।
লেখার ক্ষেত্রে খেয়াল রাখবেন:
-লেখা মূলত চিন্তার দৃশ্যপট বাস্তব মাটিতে বপন করার মতো একটা শিল্প। যার বপন শৈলী যত সুন্দর তিনি তত ভালো শব্দ শিল্পী।
-কোনো নতুন লেখা বা শব্দ শিল্প নিজ থেকে তৈরি থাকে না। তাকে তৈরি করে নিতে হয়। আপনাকে লেখার চাষ-বাষ করে যেতে হবে। সময় বলে দেবে আপনার ফলন কি?
-লেখকরা সময়কে ধারণ করে। তারা নির্দিষ্ট সময়ের গণ্ডিতেই শুধু থাকে না, যেমন বর্তমান আর অতীত নিয়ে লিখে, তেমনি শব্দ দিয়ে ভবিষ্যত কথার শিল্প বুনে যায়।
-প্রত্যেকের নিজস্ব চিন্তা থাকবে-এটাই স্বাভাবিক। নিজ মত থাকবে তবে সেটা যেন অন্যের কষ্টের কারণ না হয়। আরেকটু সহজে বললে শব্দাঘাত যেন না হয়।
লেখা দিয়ে যারা সময়, চিন্তা আর কর্মের শব্দের শৈল্পিক বুনন চান তারা লিখতে পারেন, লিখা নিয়ে কথা বলতে পারেন, আমাদের লেখা পরিবারে যোগ দিতে পারেন।
লেখা পাঠানোর ইমেইলঃ mtarunno(AT)gmail(DOT)com